ভারী বৃষ্টিপাত, সেবক কালিঝোরা থেকে ছাড়া হলো জল

 

     

    নিজস্ব সংবাদদাতা: কয়েক দিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে,বাদ পড়েনি প্রতিবেশী রাজ্য সিকিম। সিকিমেয় গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে।

     

    রবিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন সেবক কালিঝোরা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। পাহাড়ে বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর জল স্তর বৃদ্ধি পেয়েছে। সেই কারণে সেবক কালিঝোরা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। রবিবার রাতে ২০০০ এর উপরে কিউবিক জল ছাড়া হয় বলে জানা গেছে। এই জল গজলডোবা হয়ে দো মোহিনী যাবে বলে জানানো হয়েছে। তবে ভয়ের কোন কারণ নেই এখনও পর্যন্ত, স্থানীয় এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।