|
---|
নতুন গতি আবহাওয়া ডেস্ক:
শীত প্রায় নেই ৷ ইতিমধ্যেই গরম অনুভব করতে শুরু করেছেন রাজ্যেবাসী ৷ এরই মাঝে বৃষ্টির খবর জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা ৷
হাওয়া অফিস জানিয়েছে, শুধু রবিবার নয় ৷ সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে রাজ্যে ৷ তারই জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা৷
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গল ও বুধবার সিকিম, দার্জিলিঙের উঁচু অংশে তুষারপাত হতে পারে ৷
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷