|
---|
- নতুন গতি, ডেস্ক : অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার ম্যাথু হেডেন ছুটি কাটাতে গিয়ে কুইন্সল্যান্ডে সমুদ্র সৈকতে বিশাল ঢেউয়ের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। তবে আপাতত তিনি সঙ্কটমুক্ত। তাঁর মেরুদণ্ডের হাড়ে ফ্র্যাকচার হয়েছে। ছেলের সঙ্গে সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন হেডেন। তখন বিশাল মাপের ঢেউ আসছিল সাগরে। ৬টা ঢেউ ডুব মেরে এড়িয়ে গেলেও সপ্তম ঢেউটির ধাক্কা সামলাতে পারেননি হেডেন। ঢেউয়ের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এমআরআই স্ক্যানে দেখা যায়, তাঁর সি৬, সি৫ ও সি৪ লিগামেন্ট ছিড়ে গিয়েছে। তাঁর মাথা এবং রক্তাক্ত কপালের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হেডেন। ৪৬ বছর বয়সী ম্যাথু হেডেন ২০০৯ সালে ১০৩টি টেস্ট খেলার পর অবসর নেন। আহত হওয়ার পর হেডেন মন্তব্য করেছেন, ‘একটুর জন্য প্রাণে রক্ষা পেয়েছি। ঢেউয়ের ধাক্কায় আমি ছিটকে পড়েছিলাম। তীরে আছড়ে পড়ার পর মাথায় এবং পিঠে প্রচণ্ড আঘাত লাগে। সমুদ্র যেমন কোন কিছুই নেয় না, সবই ফিরিয়ে দেয়। ঠিক তেমনই আমি জীবন ফিরে পেলাম।’