মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষারত্ন পুরস্কারের ২৫ হাজার টাকা তুলে দিলেন প্রধান শিক্ষক

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষারত্ন পুরস্কারের ২৫ হাজার টাকা তুলে দিলেন প্রধান শিক্ষক

    নতুন গতি ওয়েব ডেস্ক:

    করোনা পরিস্থিতিতে সংকটকালে মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন ‘শিক্ষারত্ন” পুরস্কারে সম্মানিত পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী। অমিতেশবাবু ২০১৯ সালের ৫ ই সেপ্টেম্বর রাজ্য সরকার প্রদত্ত ‘শিক্ষারত্ন ‘সম্মানে ভূষিত হন। শিক্ষারত্ন সম্মাননার গ্রহণ কালে রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়েছিলেন ২৫ হাজার টাকা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের হাতে “শিক্ষারত্ন” পুরস্কারের অর্থমূল্য হিসেবে পাওয়া পুরো ২৫ হাজার টাকাই তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান হিসেবে। প্রশাসনের পক্ষে তাঁর দেওয়া এই অনুদানের চেক গ্রহণ করেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক দীন নারায়ণ ঘোষ। উপস্থিত ছিলেন মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, গুড়গুড়িপাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রলয় বিশ্বাস, সমাজকর্মী মণিকাঞ্চন রায় ও ফকরুদ্দিন মল্লিক। অমিতেশ চৌধুরী বাবু জানান, মানুষের সেবায় তাঁর এই ক্ষুদ্র প্রয়াস কাজে এলে তিনি খুশি হবেন।