অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে আরো একবার অভিনব উদ্যোগ গ্রহণ করল মহদীপুর এক্সপোর্ট এসোসিয়েশন

 

    নতুন গতি,মালদা : লকডাউন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে আরো একবার অভিনব উদ্যোগ গ্রহণ করল মহদীপুর এক্সপোর্ট এসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের যদুপুর এক, দুই এবং মহদীপুর অঞ্চলের প্রায় তিন হাজার অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এই মর্মে এদিন সকালে ত্রাণ সামগ্রী বোঝাই একটি গাড়ি এই তিন অঞ্চলের কমলাবাড়ী,পার্বত্যা, সুসতানি মোড়, খাসিমারি, রামকেলি, মহদীপুর সহ একাধিক এলাকায় পৌঁছে গিয়ে প্রায় 3000 অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রত্যেক অসহায় পরিবারের হাতে পাঁচ কিলো করে চাল, আলু পিঁয়াজ, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ফজলুল হক, সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, সংগঠনের সদস্য ভূপতি মন্ডল, হৃদয় ঘোষ, তৃণমূল নেতা চন্দন ঘোষ, স্বপন ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ফজলুল হক জানান, এই রকম পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন দিনমজুর অসহায় পরিবারগুলো। তাদের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে ছোট্ট এই প্রয়াস আজ। ইংরেজবাজার ব্লকের প্রায় তিন হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। আগামীতে তাদের এই কর্মসূচি চলবে বলে জানান তিনি।