মৃত মহবুল হকের পরিবারকে সাহায্য কর্মাধ্যক্ষের

মহ:নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর,২১ সেপ্টেম্বর:ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে গত মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান হারিয়েছেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বিদ্যানন্দ পুরের বাসিন্দা মহবুল হক(৩৪)।মৃতুর সংবাদ আসতেই পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।মৃতুর খবর পেতেই তার পরিবারের লোকজনদের সাথে দেখা করতে ছুটে যান বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি সাহা ।গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও তার স্ত্রীর বিধবা ভাতা দ্রুত চালু করার আশ্বাস দেন ।

    শনিবার মৃত মহবুল হকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন হরিশ্চন্দ্রপুর- ২ নং ব্লকের নারী ও শিশু কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন।এদিন মৃত মহবুল হকের পরিবারকে চাল, ডাল, কাপড় ও নিজস্ব অর্থভান্ডার থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের দুই লক্ষ টাকা ও সমব্যাথী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন তাও বলেন ।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী রাজ্য বিহারের রাজধানী পাটনাতে একটি ফলের জুসের দোকানে তিনি কাজ করতেন। গত মঙ্গলবার বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান ।মৃত ব্যক্তির স্ত্রী, বছর পাঁচেকের একটি মেয়ে ও সত্তর বছরের বৃদ্ধা বিধবা মা রয়েছেন।বিপিএল তালিকাভুক্ত ভূমিহীন এই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন।এখন তিন তিনটা পেট কিভাবে চলবে তা চিন্তায় দিন কাটছে ।