|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : সারাদেশব্যাপী, করোনা ভাইরাস ও লকডাউন পরিস্থিতিতে, কাজ হারানো অসহায় আলেম/ইমামদের এককালীন 2500 (আড়াই হাজার) টাকা করে অর্থ সাহায্য করার পরিকল্পনা গ্রহণ করে, অল্ ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল। তারই অঙ্গ হিসেবে কাজ হারানো অসহায় অসুস্থ ইমামদের অর্থ সাহায্য করলো অল্ ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল পশ্চিমবঙ্গ শাখা।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের 30 জন অসহায় দুস্থ/ অসুস্থ, ইমাম/ আলেমদের হাতে প্রতিজনকে এককালীন, 2500 (আড়াই হাজার) টাকা তুলে দেন উক্ত সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি, মাওলানা আব্দুত তাওয়াব ও উক্ত সংগঠনের সদস্য বৃন্দ।