|
---|
নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: হলদি নদীর পাড়ে বস্তিতে বসবাস করা দরীদ্র এবং অসহায় মানুষদের জন্য এবং এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরে বাড়ি ফেরার জন্য অপেক্ষারত মানুষদের পাশে দাঁড়িয়ে নজির গড়ল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভা এবং হলদিয়া ব্লক তৃণমূল মহিলা সেল।
ফণী ঝড়ের আগাম সতর্কতায় আজ ওইসব মানুষদের একসাথে নিয়ে আসা হয় ত্রাণ শিবিরে। এরপর তাঁদের সমস্তরকম সুবিধে অসুবিধের খবর নেন তৃণমূল নেতা-নেতৃরা। এরসাথে তাঁদের রাতের থাকার খাওয়ারও বন্দোবস্ত করা হয়েছে।
এইসব অসহায় মানুষদের থাকার যেন কোনো অসুবিধে না হয়, তা দেখাশোনার জন্য তাঁদের সাথে সরাসরি সাক্ষাত করেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক এবং হলদিয়া ব্লক তৃণমূল মহিলা সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট গার্গী মুখার্জী। সব মিলিয়ে ঝড়ের ভয় কাটিয়ে ভালোয় ভালোয় ঘরে ফেরার অপেক্ষায় রাত কাটাচ্ছেন ত্রাণ শিবিরে থাকা এইসব অতিথিরা।