|
---|
সংবাদদাতা : ১লা মার্চ,বুধবার,২০২৩ আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী মহাশয়ের ৭৬ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া যথাযথ মর্যাদায় পালন করে। ৩০ জন দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী স্কলারশিপ (৬০,০০০/- টাকা) বৃত্তি প্রদান করা হয়। বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া এবং আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি যৌথ উদ্যোগে আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী স্বর্ণপদক ২০২৩ প্রদান করা হয়, সম্মানিত ষষ্ঠ সঙ্ঘরাজ ভারতীয় সঙ্ঘরাজ ভিক্ষু মহাসভা শ্রীমৎ দিকপাল মহাস্থবিরকে।
প্রধান অতিথি ছিলেন His Excellence Mr. Zha Liyou, The Consulate General of People’s Republic of China in Kolkata.