খুটি পূজার সাথে শারদীয়া অনুষ্ঠানের সূচনা ভবানীপুর ৭৫ পল্লীর

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই বছরের দুর্গা পূজার কার্যক্রম শুরু করতে আজ রবিবার ভবানীপুর ৭৫ পল্লী খুটি পূজার সাথে শারদীয়া অনুষ্ঠানের সূচনা করেছে নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে অবস্থিত ১/১সি, দেবেন্দ্র ঘোষ রোডে।

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মাননীয় মেয়র ফিরহাদ হাকিম, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, সমাজসেবক কার্তিক ব্যানার্জি ও বিভিন্ন কাউন্সিলাররা।

    ক্লাব সেক্রেটারি সুবীর দাসের বক্তব্য “আমাদের বিশাল সাফল্য এবং একাধিক পুরস্কার রয়েছে যা আমাদের আরও ভাল করার জন্য আমাদের উৎসাহ দিচ্ছে। এবার মূল ফোকাস হবে কলকাতার দুর্গাপূজাকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন। এই স্বীকৃতির কারণে আমরা বিদেশ থেকে প্রচুর দর্শক আশা করছি।”

    তিনি আরো জানান “আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে লোকেরা আমাদের পূজার প্রশংসা করবে।”