বাঁকুড়ার ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রের পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুরে কর্মরত শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা, গোপীবল্লভপুর:  আবারও সমস্যায় পড়া ছাত্রের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী।তিনি শিক্ষক।শিক্ষা দানই তাঁর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। ছাত্র-ছাত্রীদের পুঁথিগত ও প্রথাগত শিক্ষা দানের পাশাপাশি মানবসেবার শিক্ষাও তিনি দেন তাঁর নিজের জীবনযাপনের মধ্য দিয়ে। শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তীর জন্ম বাঁকুড়া জেলার তালডাংরা থানা হাড়মাসড়া গ্রামে।বর্তমানে তিনি জঙ্গলমহলের গোপীবল্লভপুরে কর্মরত রয়েছেন। শিক্ষার্থী থেকে শুরু সাধারন মানুষের সমস্যার কথা জানতে পারলেই তিনি নিজের সাধ্যমত তাদের পাশে বহুবার দাঁড়িয়েছেন এই মানবদরদী শিক্ষক।এবার বাঁকুড়া খ্রিস্টান কলেজের জিওগ্রাফি অনার্স এর তৃতীয় বর্ষের ছাত্র, ক্যান্সার আক্রান্ত আশীষ কারকের পাশে দাঁড়ালেন শিক্ষক হেরম্ব বাবু । আশীষ কারকের বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানার সানপুরা গ্রামে । শৈশব থেকেই আশীষ এই মারনব্যাধির শিকার ।আশীষের বাবা দিনমজুরের কাজ করেন । মায়ের একটি কিডনি দীর্ঘদিন আগেই অস্ত্রোপাচার করে বাদ দিতে হয়েছে ।

    এত প্রতিকুলতার মধ্যেও,সন্তানের প্রয়োজনীয় চিকিৎসা এবং জীবনদায়ী ঔষধ ক্রয়ের জন্য তিনি পরিচারিকার কাজ করতেন । লকডাউনে সেই কর্মও তিনি হারিয়েছেন । তাই পরিবারটি এখন চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে । খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়াতে এগিয়ে আসেন শিক্ষক হেরম্ব বাবু । ক্যান্সার আক্রান্ত এই মেধাবী শিক্ষার্থীর চিকিৎসার জন্য দশ হাজার টাকা তাদের পরিবারের একাউন্টে পাঠিয়ে দেন তিনি এবং আগামী দিনেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি । শিক্ষক হেরম্ববাবুর এহেন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সংশ্লিষ্ট সকলে।