|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বার্ড ফ্লু-এর জের, রাজধানীতে এবার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপ রুখতে হাঁস, মুরগি জবাইয়ের কাজ শুরু করেছে দিল্লি। দিল্লি সরকার জানিয়েছে যে, ১০৯টির মধ্যে আটটি স্যাম্পেলে এই ফ্লু পাওয়া গিয়েছে। এরপর এই সিদ্ধান্ত নিল সরকার। এর পাশাপাশি কেন্দ্রের তরফে সোমবার ১০টি রাজ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বাড়বাড়ন্ত নিশ্চিত করা হয়েছে।
মোট ১০টি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যে রয়েছে কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, গুজরাত, উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তরাখন্ড ও মহারাষ্ট্র। দিল্লিতে বার্ড ফ্লু এর আতঙ্কের জেরে হাঁস, মুরগী কালিংয়ের কাজ শুরু হয়েছে। কথায় বলে, একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। করোনার জেরে নাস্তানাবুদ গোটা বিশ্ব। এরমধ্যে হাজির বিলিতি স্টেনের আতঙ্ক। এরইমধ্যে হাজির বার্ড ফ্লু। সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন যে, আতঙ্ক করার প্রয়োজন নেই। কারণ এটা মানুষ থেকে মানুষে ছড়ায়না। পাখিদের পালক ইত্যাদি থেকে ছড়ায় বার্ড ফ্লু। যারা মুরগির মাংস ও ডিম খান, তারা যদি ভালো করে ফুটিয়ে খান, তাহলে কোনও সমস্যা নেই বলে তিনি জানান।