|
---|
আজিজুর রহমান,গলসি : তাদের ছাড়াও সারা ভারতবাসীর হৃদয়ে নেতাজী, গলসিতে এমনই বার্তা দিলেন গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের উদ্দ্যোগে এলাকার কচিকাঁচাদের নিয়ে এদিন একটি রালি করা হয়। যা গোটা গলসির পরিক্রমা করে। রালির শেষে নেতাজীর মূর্তীতে মাল্য দান করা হয়। কচিকাঁচাদের হাতে বিভিন্ন প্লাকার্ডের মাধ্যেমে মানুষের কাছে নেতাজীর আদর্শের কথা তুলে ধরেন আয়োজকরা। গোটা রালিতে নেতাজী ছবি বুক আগলে বহন করে কচিকাঁচা সহ তাদের সদস্য রা। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে হাঁটেন কচিকাঁচা সহ তাদের সদস্যরা। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদিকা সাবিনা খাতুন জানান, তাদের মতো কোটি কোটি ভারত বাসীর হৃদয়ে আছে নেতাজী। দেশে স্বাধীনতা পেতে নেতাজী সুভাষ চন্দ্র বসুর অবদান সবচাইতে বেশি। তাই তারা সমাজের প্রতি এই বার্তা দিতে চেয়েছেন যে নেতাজী আজও অমর তাদের কাছে। বৃষ্টি ও প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে এদিনের তাদের সদস্যরা পথে নেমে নেতাজীর কথা জনসম্মুখে ছড়িয়ে দেন।