|
---|
আজিজুর রহমান : গলসিতে হৃদরোগ মৃত এক চা দোকানীর পরিবার পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পুরসা হাসপাতাল ইউনিট শাখা। এদিন তারা ওই পরিবারটিকে নগদ ৫৫০০ টাকা সাহায্য করেন। পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পুরসা হাসপাতাল ইউনিট শাখার সম্পাদক উজ্জ্বল কান্তি চৌধুরী জানান, হাসপাতালের সামেনে চা বিস্কুটের এর দোকান ছিল পুরসার বাসিন্দা সেখ মহিবুলের। সেখান থেকেই বিকিকিনি করে চলতো তার সংসার। তবে কিছুদিন পূর্বে মহিবুল হৃদ রোগে আক্রান্ত হন। তখন থেকে দোকানে ভাল সময় দিতে পারতেন না তিনি। ফলে কখনও কখনও দোকান বন্ধ করে রাখতে হত। তিনি বলেন, সেই জন্য মহিবুলের স্ত্রীকেও দোকন চালাতে হত। এদিকে হাসপাতালে এলে চিকিৎসার জন্য মহিবুলকে সাধ্যমত সাহায্য করতেন হাসপাতালের তারা। তবে গতকাল রাতে আবারও আচমকা বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন মহিবুল। বাড়ির লোকেরা তাকে পুরসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। হাসপাতাল থেকে অক্সিজেনের সাহায্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বর্ধমান পৌছানোর আগেই গাড়িতে মারা যান মহিবুল। ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে এলাকায়। এতন দিনে দরিদ্র পরিবারটির পাশে অর্থ সাহায্য করে মানবিকতার পরিচয় দিলেন হাসপাতাল কর্মীরা। তবে হাসপাতালের গেটের পাশে থাকা দোকানটি যাতে বিভিন্ন সামগ্রী বিক্রি করে খেতে পারে পারিবারটি তারজন্য তারা আবারও অর্থ সাহায্য করবেন বলে জানিয়েছেন উজ্জ্বল বাবু। তাদের উদ্দ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।