|
---|
নিজস্ব সংবাদদাতা,মেমারি : মাধ্যমিকের পর এবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত মাদ্রাসা বোর্ডের পরীক্ষায়ও উজ্জ্বল ফল করল মেমারির মামূন ন্যাশনাল স্কুলের পড়ুয়া। আজ শনিবার মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে প্রখ্যাত আলেম ও ইতিহাসবিদ মরহুম গোলাম আহমদ মোর্তজা প্রতিষ্ঠিত পূর্ব বর্ধমানের মেমারির মামূন ন্যাশনাল স্কুলের মোহাম্মদ লস্কর হাই মাদ্রাসা পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে। হাই মাদ্রাসা পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর পুর্ব বর্ধমান জেলায় প্রথম হয়েছে। সে হাফেজে কুরআন।
প্রাপ্ত নম্বর ৭৬৬ যা ৯৫.৮ শতাংশ। মহোম্মদ লস্করের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানা এলাকার পূর্ব ভবানীপুর গ্রামে। তার বাবা মাহফুজুর রহমান লস্কর পেশায় শিক্ষক। মা সুফিয়া লস্কর গৃহবধূ। মোহাম্মদ লস্করের ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হবে।
এ ব্যাপারে মামূন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসিন জানান, মামূন ন্যাশনাল স্কুলের কিছু পড়ুয়া হাই মাদ্রাসা পরীক্ষায় বসে। তাদের সাফল্যও মামূন ন্যাশনাল স্কুলকে গর্বিত করে তুলছে। এরাই আমাদের সমাজের সম্পদ বলে তিনি মন্তব্য করেন।