একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে প্রোমোশনের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি জারি

তুন গতি ওয়েব ডেস্ক:  বিশ্বজুড়ে অতিমারী করোনার কারণে দেশজুড়ে লকডাউন। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত। সোমবার উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল। ওই বিজ্ঞপ্তিতে সংসদ জানায়, সম্মানীয়া মুখ্যমন্ত্রীর ও শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জানানো যাইতেছে যে, চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করাতে হবে। এছাড়াও একাদশ শ্রেণির যে পরীক্ষাগুলো সম্পূর্ণ হয়েছে তাতে শিক্ষার্থীদের প্রাপ্ত মার্কস ২২শে জুন ২০২০ এর মধ্যে ডাক যোগাযোগের মাধ্যমে আঞ্চলিক অফিসে অথবা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইমেইল [email protected] মারফত পাঠাতে হবে।