|
---|
এসআইওর উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির
নতুন গতি , জঙ্গিপুর: আজ এসআইও সামশেরগঞ্জ ব্লকের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্য স্কলার ইনস্টিটিউটে বিশেষ পরীক্ষা প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়। অতি মারির কারণে দু’বছর অফলাইনে পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীদের মধ্যে ভয় ভীতি কাটিয়ে উঠে, কীভাবে ভালো নম্বর তোলা যায়। সেই বিষয়ে আজকের এই পরীক্ষা প্রস্তুতি শিবির বলে জানা যায়। এই পরীক্ষা প্রস্ততি শিবিরে অভিজ্ঞ শিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন , আমিনুল ইসলাম , কাউসার আলি , ইমদাদুল হক , আব্দুল হাকিম প্রমুখ। এই প্রশিক্ষণ শিবিরে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞ শিক্ষকগণ গুরুত্বপূর্ণ টিপস দেন। প্রোগ্রাম শেষে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের হাতে ‘পরীক্ষা প্রস্তুতি টিপস’ নামক গাইড বুক তুলে দেওয়া হয়। এসআইওর পক্ষ থেকে আজকের এই মহতী শিবিরের আয়োজন করেন ব্লক সভাপতি রমজান আলী ও সম্পাদক রিতু সেখ।