|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুইগ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে দেবারুন ভট্টাচার্য । তার প্রাপ্ত নম্বর হলো ৪৪৬। বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে জবা গড়াই। তার প্রাপ্ত নম্বর হলো ৪৩৮। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক রজতাভ মল্লিক জানালেন, এবারে মোট ১৫২ জন ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ১২৭ জন ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করছে। ১২৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৫ জন ছাত্র-ছাত্রী স্টার পেয়েছে। গ্ৰাম বাংলার বিদ্যালয় এখন উচ্চমাধ্যমিক পরীক্ষায় পিছিয়ে নেই। এবারের বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলে স্বাভাবিকভাবে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রজতাভ মল্লিক জানান এবার থেকে বিদ্যালয়ে নতুন করে ছাত্র-ছাত্রীরাদের জন্য বিজ্ঞান বিভাগ চালু করা হলো।