উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনায় দেওয়া হল শাল গাছের চারা

নিজস্ব প্রতিনিধি, হলদিয়াঃ

    পূর্ব জেলার সুতাহাটা থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর বিটিএম বিদ্যাপীঠের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল একদম অন্যরকম ভাবে। বিদ্যালয়ের শিক্ষকরা তাঁদের স্নেহের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তার সাথে সাথে পরিবেশ বাঁচিয়ে রাখার দায়িত্বে প্রত্যেকের হাতে ১টি করে শাল গাছের চারা তুলে দেন। এই সবুজ উপহার তুলে দেন স্কুলেরই শিক্ষক মতিলাল দাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে যাওয়া স্কুলের ৬৫ জন ছাত্র-ছাত্রী এমন উপহার পেয়ে ভীষণ খুশি এবং এর সাথে সাথে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমার সামন্ত মহাশয়ও ভীষণ খুশি। উনি বলেন, “একবিংশ শতকে পরিবেশ যেভাবে দুষিত হচ্ছে, যে হারে বৃক্ষছেদন করা হচ্ছে তাতে মানব সভ্যতা ক্রমাগত নিশ্চিহ্ন হওয়ার দিকেই অগ্রসর হচ্ছে। তাই গাছ লাগিয়ে সমাজকে সুস্থ রাখতে হবে। সবার উচিত সবুজায়ন করা এবং সবুজায়নে সাহায্য করা”।

    দ্বাদশ শ্রেণীর ছাত্র সাকিল কার্তিক প্রামাণিক বলে, এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে পড়ে আসছি। বিভিন্ন বিষয়ে আমাদের স্যারেরা ভীষণ উৎসাহিত করেন। বিদ্যালয়ের শিক্ষা গ্রহণের শেষ দিনে এসে আমরা জীবনে মূল্যবান একটা শিক্ষা গ্রহন করলাম।

    ওই স্কুলেরই ছাত্রী আসমিনা খাতুন জানায়, গাছের থেকে পরম বন্ধু আর হয় না। তাই এই বিদায়ের সময় পরিবেশ বান্ধব গাছ পেয়ে সে ভীষন খুশি।

    শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বললেন, এত দিন যে শিক্ষা পেয়েছ, তার মূল্যায়ন দেবে আগামী ২৬শে ফেব্রুয়ারি এবং এই শিক্ষার মূল্যায়ন করবেন তোমার শিক্ষাগুরুরা। কিন্তু, সামাজিক জীবনের থেকে যে শিক্ষা তোমরা পাবে, সারাজীবন তার মূল্যায়ন তোমাদেরকেই করে যেতে হবে। তাই তোমাদের নিজ হাতে এই শাল গাছ রোপণ করার সাথে অন্যদের সবুজায়নের পরামর্শ দিয়ে পাশে তাঁদের পাশে থাকতে হবে।