সম্প্রীতির বার্তা দেখা গেলো মুর্শিদাবাদে

এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:আজ আবারও মুর্শিদাবাদ জেলার রানিতলা থানা এলাকার মানিক ডাঙ্গা গ্রামে লক্ষ্য করা গেল সাম্প্রদায়িক সম্প্রীতির। আজ সকালে মানিক ডাঙ্গা গ্রামের গোপাল মন্ডল মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি বলে জানান তার পরিবার। গোপাল মন্ডল এর দুই ছেলে। আর দুই ছেলেই মানসিকভাবে ভারসাম্যহীন। মৃত্যুর পরের সাধ্যের কাজ করার মতন ক্ষমতা নেই গোপাল মন্ডল এর পরিবারের ।এইরকমই সম্প্রীতির বার্তা দেখা গেল আজ । গোপাল মন্ডলের মৃত্যু এর খবর পেয়ে এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজন গোপাল মন্ডল এর বাড়ি গিয়ে শ্রাদ্ধের কাজে হাত বাড়াতে এগিয়ে আসেন । এমনই একজন মিজানুর রহমান বলেন আমরা এখানে থাকি ভাইয়ের মতন। আমরা একটা তাতেই ভাত খায়। হিন্দু মুসলিম এর কোন জাত ভেদাভেদ আমাদের মধ্যে নেই। আমাদের কিছু হলে যেমন হিন্দু ভাইয়েরা দৌড়ে যাই ঠিক তেমনি আমরাও এগিয়ে আসি তাদের বিভিন্ন কাজে। গোপাল মন্ডল এর ভাই বলেন আমরা সবাই মানুষ। আমার ভাইয়ের শ্রাদ্ধের কাজে গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে এলাকার মুসলিম ভাইয়েরাও এগিয়ে এসেছে। তাদের সাহায্যেই চলছে ভাইয়ের শ্রাদ্ধের কাজ। এছাড়াও গোপাল মন্ডল এর নামে কৃষক বন্ধু প্রকল্পের মারা যাওয়ার ২ লাখ টাকার ব্যবস্থা করে দেবেন বলে জানান মিজানুর রহমান ।