|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: মালদা জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের একজন কর্মীকে ঘড় ভাড়া দিতে চাইলেন না বেশ কিছু হিন্দু পরিবার। ঘটনাটি ঘটেছে খোদ আমাদের রাজ্যের মালদা জেলার সদর ইংলিশবাজারে। গতকাল একজন সামাজিক মাধ্যমের দ্বারা সেই ব্লাড ব্যাংক কর্মীর জন্য রুম খোঁজ করতে একটি পোষ্ট দেন, বেশ কিছুজন নিজের নাম্বার দিয়ে জানান তাদের বাড়িতে রুম খালি আছে ভাড়া দিতে ইচ্ছুক। যখন তারা জানতে পারেন সেই ব্লাড ব্যাংক কর্মী হিন্দু নয় মসলিম তখন ঘড় মালিকেরা জানান তারা মুসলিম কে ঘড় ভাড়া দিতে পারবেন না। প্রশ্ন করলে তারা কোনো উত্তর দিতে চান নি। পরে সেই ব্লাড ব্যাংক কর্মীকে ঘর খোঁজ করতে সাহায্য করেন মালদা জেলার এক স্বেচ্ছাসেবী সংগঠন এর কর্নাধার। তিনি জানান “আমাদের মালদা টাউনে এর আগেও এরকম একজন মুসলিম ডাক্তার কে ঘড় ভাড়া দিতে নারাজ ছিলেন বেশ কিছু পরিবার, পরে সেই ডাক্তার অন্য এক জায়গায় ঘড় ভাড়া নেন। আমরা যখন ব্লাড ব্যাংকে যায় তখন খোঁজ করি রক্তের, আমরা খোঁজ করিনা কোন ধর্মের রক্ত লাগবে। তাহলে কেনো একজন ব্লাড ব্যাংক কর্মী কে ভুক্তভোগী হতে হবে। খুব খারাপ লেগেছে এই ব্যাপারটা।