হিঙ্গলগঞ্জ কলেজ পরিদর্শনে হিঙ্গলগঞ্জের কনকনগর এস.ডি ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা 

আয়ুব আলী, নতুন গতি : লাইব্রেরীকে দেখে অনেক সময় প্রতিষ্ঠান সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনের ৪৮ জন ছাত্রছাত্রী আজ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে এসে সেই ধারণা নিয়েই ফিরে গেল। রাজ্য সরকারের একটি প্রকল্পের অধীন আজ উক্ত বিদ্যালয়ের তিন জন শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় যান। সেখানে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন ও এন এস এস- এর প্রোগ্রাম অফিসার সহকারি অধ‍্যাপক মহঃ গোলাম মার্তুজা তাদের স্বাগত জানান। এরপর তারা কলেজ ঘুরে দেখে এবং গ্রন্থাগারে কিভাবে বই দেওয়া নেওয়া হয় সেই বিষয়ে গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষাকর্মী বিকাশ দাস, জ্যোতিপ্রকাশ চক্রবর্তী ও প্রসেনজিৎ নাথ তাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলি দেখান। তারপর ছেলেমেয়েরা ভূগোল বিভাগে গেলে সহকারি অধ্যাপক নীলাদ্রি শেখর সিংহ কিভাবে রিমোট সেন্সিং ব্যবস্থার মধ্যে দিয়ে আবহাওয়া সহ অন্যান্য খবর আগে থেকেই মানুষ জেনে যেতে পারে সে বিষয়ে তাদের অবহিত করে। বিদ্যালয়ে ছাত্র অনুপম ঘোষ ও ছাত্রী আদ্রিতা চক্রবর্তী জানায়, গ্রন্থাগার দেখে তাদের খুবই ভালো লেগেছে এবং ভবিষ্যতে আবারও এই মহাবিদ্যালয়ে তারা আসতে চায়। শিক্ষক শ‍্যামল ঘোষ জানান, এই ধরনের পরিদর্শনে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্ৰহ তৈরি হবে।