হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের রক্তদান শিবিরের আয়োজন করে

আয়ুব আলি : গতকাল হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবির উদ্বোধন করে
কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন রক্তদানের প্রয়োজনীয়তার কথা বলেন এবং এই পদক্ষেপ নেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রশংসা করেন। কলেজের পাঁচ জন অধ্যাপক সহ ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা মিলে ১৭০ জন এই শিবিরে রক্তদান করেন। গত টানা ১১ বছর ধরে এই রক্তদান শিবিরে প্রতিবছর ১০০ জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে আসছেন। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহিদুল্লাহ গাজী, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়সহ সৌমিক রায়চৌধুরী, সঞ্জয় পাল এবং তৃণমূল ছাত্র পরিষদের বসিরহাট সাংগঠনিক জেলা ও হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। এই রক্তদান শিবির সংগঠনে সহায়তা করে হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। রক্ত সংগ্রহ করে বারাসাতে ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট। এদিন কলেজের প্রাক্তনী সংসদের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব‍্যবস্থা করা হয় ও ঔষধ দেওয়া হয়।