হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় পুজো উপলক্ষে ছাত্র-ছাত্রীদের বস্ত্র বিতারন

আয়ুব আলি : পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে যাতে ছোটরাও নতুন পোশাক পরে আনন্দ করতে পারে, তার জন্য হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং হোপ উইথ হ‍াংগ্ৰি পিপল ও বাণীপুর মহিলা মহাবিদ্যালয়সহ অন‍্যান‍্যদের সহযোগিতায় হিঙ্গলগঞ্জ ব্লকের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ৩২ জন ছাত্রছাত্রীর হাতে এদিন নতুন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, বাংলা বিভাগের প্রধান মহাব্বাতুন্নেছা খাতুন ও ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানের সূচনা করে মহাবিদ‍্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন জানান, ‛এগিয়ে চলো সঙ্গে আছি’ কর্মসূচির অঙ্গ হিসেবে গত বছর এবং এবছর প্রায় ১৫০ জন পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীর প্রথমে লিখিত এবং পরে মৌখিক পরীক্ষা নিয়ে এই ৩২ জনকে নির্বাচিত করা হয়েছে। এদের শুধু পোশাক দেওয়াই নয় সারা বছর ধরে শিখন সামগ্রীসহ তারা যাতে সাংস্কৃতিক বিষয়গুলির সঙ্গেও যুক্ত হতে পারে এবং নিজেদের মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে পারে সে ব্যাপারেও প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন এই কর্মসূচির সহযোগী সংগঠন ‛হোপ উইথ হ‍াংগ্ৰি পিপল’-এর পক্ষে পৃথ্বীজিৎ দাশগুপ্ত বলেন, এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কিশোর শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে তারাও আনন্দিত। তিনি ভবিষ্যতেও এই কিশোরদের পাশে থাকার অঙ্গীকার করেন। অন‍্যান‍্যদের মধ্যে কিশোর-কিশোরীদের হাতে পুজোর উপহার স্বরূপ নতুন জামা-প‍্যান্ট তুলে দেন মহঃ গোলাম মোর্তুজা, সৌমিতা মল্লিক, প্রশান্ত চক্রবর্তী, সমরেশ সরদার, সঞ্জয় পাল ও উপস্থিত কয়েকজন অভিভাবক-অভিভাবিকা। অনুষ্ঠানে
কিশোর-কিশোরীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। সঞ্চালনা করেন মহঃ গোলাম মোর্তুজা ও মনামী মুখার্জি।

    ড. শেখ কামাল উদ্দীন
    অধ‍্যক্ষ
    হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয়
    ৯২৩১৪৮৮৬৬৯.