|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : সদ্য রবীন্দ্র জয়ন্তী অতিক্রান্ত হলো। আর নজরুল জয়ন্তী আসন্ন। তাই দু’জন বিখ্যাত বাঙালি কবিকে স্মরণ করে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করে।
‛হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল’ শিরোনামে এই আন্তর্জাতিক আলোচনা সভা অন্তর্জালের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তপন কুমার রায়
‛মধুর তোমার শেষ যে না পাই’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান সোমা ভদ্র রায় এবং ‛জানা অজানা নজরুল’ শিরোনামে আলোচনা করেন কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন।
সভাটি পরিচালনা করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের সহকারী নিয়ামক অধ্যাপক সুকান্ত মজুমদার। সভার শুরুতে সদ্য প্রয়াত আব্দুল গফফার চৌধুরীর স্মরণে নীরবতা পালন করা হয়। সভায় ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হয়।