কলকাতার হৃদয়পুরে ছন্দশ্রী র বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান।

লুতুব আলি, ২ মে : তিলোত্তমা কলকাতার উপকণ্ঠে হৃদয়পুরে ছন্দ শ্রী নৃত্যশিক্ষা কেন্দ্রের বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ছন্দশ্রীর কর্ণধার নবনীতা মন্ডল সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন। নবনীতা মন্ডল জানান, বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাদের নাচের প্রতি আগ্রহ আছে মেধা আছে অথচ পয়সার অভাবে নাচ শিখতে পায় না সেই সমস্ত ছেলেমেয়েদের এখানে নাচ শেখানোর সুযোগ করে দেয়া হয়। বিশেষ করে গৃহবধুরাও এগিয়ে এসেছেন। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে নাচ গান কবিতা আবৃত্তি আলোচনা ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ফ্যাশন শো এর বিচারক নীলাঞ্জনা চক্রবর্তী বলেন, ছন্দ শ্রী র আন্তরিকতা মনকে ছুঁয়ে যায়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কণিকা দাস। নৃত্য পরিবেশনা করেন অরিত্র ভট্টাচার্য, তিস্তা বিশ্বাস, সুপ্রিয় মণ্ডল, প্রিয়াঙ্কা চ্যাটার্জী, সুপ্রিয়া ঘোষ, সৌমিত কর্মকার, শ্রেয়া ঘোষাল। ছোটদের মধ্যে কৃতিত্ব দেখিয়েছে কৌশিকী, দেবপ্রিয়, শ্রীপর্ণা, সাগ্নিক, অদিতি, রচনা, অন্বেষা, তিতলি, মেঘনা, প্রতিমা প্রমুখ। অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন নবনীতা ভট্টাচার্য।