|
---|
জাকির হোসেন, লক্ষীকান্তপুর : দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানার দাদপুর দুর্লভপুর আমরা কজন সংঘের পরিচালনায় পাঁচদিন ব্যাপী ঐতিহাসিক রাবার বল টুর্নামেন্ট, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাবার বল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার, পঞ্চাশ হাজার এক টাকা সহ আকর্ষণীয় ট্রফি। দ্বিতীয় পুরস্কার, পঁয়ত্রিশ হাজার এক টাকা সহ ট্রফি। তৃতীয় ও চতুর্থ পুরস্কার, পাঁচ হাজার একটাকা ও টফি।
রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় শতাধিক জন স্বেচ্ছায় রক্ত দান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে, আকর্ষণীয় রূপসজ্জা,কাওয়ালী সহ বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি শিক্ষক জাকির হোসেন মোল্লা এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক হালদার, সভাপতি সাইফুল্লাহ মোল্লা, নুর উদ্দিন মোল্লা ও আলমগীর বৈদ্য। সহ-সভাপতি মহিদুল বৈদ্য, সম্পাদক আজগর আলি হালদার, মন্টু দর্জি, তরিকুল মোল্লা, রবিউল হক, রাজু হালদার, শফিউল্লাহ, সানাউল্লাহ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।