ঐতিহাসিক খতমে বুখারী ও দুয়ার মজলিস মুর্শিদাবাদে

জাকির সেখ, মুর্শিদাবাদ: জেলার বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সরুলিয়া মাদ্রাসা দারুল উলুম বেলডাঙ্গায় খতমে বুখারী ও দুয়ার মজলিস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে এই খতমে বুখারী ও দুয়ার মজলিস অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন মাদ্রাসার প্রধান শিক্ষক তথা জেলা জমিয়তের সভাপতি শাইখুল হাদীস মাওলানা বদরুল আলম। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন মাওলানা মাজাহিরুল হক‌। তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।

    কুরআন ও হাদীসের গুরুত্ব নিয়ে তিনি বলেন আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মাদীর জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন‌। কুরআনের কথা কিভাবে পালন করবেন সেটি হযরত মুহাম্মাদ (সাঃ) বলে গেছেন। আলেম উলামারা সেভাবেই কুরআন ও হাদীসের জ্ঞান শেখাচ্ছেন, তাই পবিত্র কুরআন ও হাদীস শরীফে শিক্ষার জন্য মাদ্রাসার বিকল্প কিছু নেই।

    বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বুজুর্গ আসামের জালালিয়া মাদ্রাসার শাইখুল হাদীস মাওলানা মুফতি পারভেজ আলম। তিনি বুখারী শরীফের শেষ দারস দেন এবং ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

    বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি রেজাউল করিম, সভাপতি মিনারুল হক, কোষাধ্যক্ষ আতাউর রহমান, মুফতি হাবিবুর রহমান, মুফতি মিরাজুল ইসলাম, মাওলানা মানোয়ার হোসেন, মুফতি শামিম আহমেদ, হাফেজ তৌসিফ, বানি ইসরাইল, আলহাজ্ব সফিউল ইসলাম প্রমুখ। মাওলানা বদরুল আলম বলেন চলতি শিক্ষাবর্ষে আসাম, ঝাড়খণ্ড, বিহার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ৭২ জন ছাত্র বুখারী শরীফের শেষ দারস নিয়েছে। মাওলানা মাজিহিরুল হকের দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।