স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে গৌরবের ইতিহাস:শিরোমণি

 

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: রানী শিরোমণি কে নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘৈর চলচ্চিত্র।সম্ভবত বৃটিশ ভারতের প্রথম রাজনৈতিক বন্দিনী রানী শিরোমণি। স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্তম্ভ ছিল কৃষক অসন্তোষ। তার মধ্যে অন্যতম কৃষক বিদ্রোহ হচ্ছে চুয়াড় বিদ্রোহ। ইংরেজরা অবশ্য এই কৃষক আন্দোলনকে হেয় করার জন্য এই বিদ্রোহের নাম দেয় ‘চুয়াড়’। বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন রানি। অবলীলায় নিজেকে উৎসর্গ করেন প্রজাদের হিতার্থে। গড়ে তোলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন। তাঁর সঙ্গে এই বিদ্রোহে সামিল ছিলেন রঘুনাথ মাহাতো ও সর্দার গোবর্ধন দিকপতি‌।

     

     

    ইতিহাস নির্ভর এমনই শর্ট ফিল্মের শ্যুটিং হয়ে গেল নাড়াজোল রাজবাড়িতে। মণিকাঞ্চন রায়ের প্রযোজনায়, নিসর্গ নির্যাসের পরিচালনায় খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ‘দ্রোহ’। এই প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিমা কর্মকার। রঘুনাথ ও গোবর্ধনের চরিত্রে অভিনয় করেছেন মনিকাঞ্চন রায় ও সুব্রত মহাপাত্র। বিদ্রোহীর ভূমিকায় ফারুক, নরসিংহ, অজিত, অসিত। এছাড়াও অভিনয়ে রয়েছেন ঐরিত দে ও মৈয়েত্রী দে। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন জগদীপ দে। মেকআপ আর্টিস্ট শ্রেয়া চৌধুরী। সম্পাদনায় সুনীল বিশ্বাস। সদ্য প্রয়াত হয়েছেন মেদিনীপুর শহরের অন্যতম পরিচালক, অভিনেতা, কবি, সম্পাদক, প্রচ্ছদ শিল্পী পার্থ সারথী শ্যাম। এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসর্গ করা হয়েছে তাঁর নামেই।