|
---|
দেবাশিষ পাল, মালদা হবিবপুর: প্রখর গরমকে উপেখা না করেই এবারে উপনির্বাচনের প্রচারে এসে হাজির হলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অমল কিস্কুর হয়ে ভোট প্রচারের সময় তিনি জানান, এই উপনির্বাচনে হবিবপুরের জন্য মালদায় পাঁচ দিন হবিবপুরে বিভিন্ন জায়গায় প্রচার চালানো হবে। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আরো বলেন, আগামী এই উপনির্বাচনে হবিবপুরের উন্নয়ন কে এগিয়ে নিয়ে যেতে ভোট দিন তৃণমূলকে। সকাল সকাল মন্ত্রী সহ তৃণমূলের একাধিক কর্মী নিয়ে ভোট প্রচার সারলেন অমল কিস্কু। এলাকা বাসিন্দাদের ভোট দেওয়ার আহবান জানান। এদিন প্রচার সারেন কানতুর্কা থেকে শুরু করে আহরো, গভীরা তলা ৷ বিকেলে প্রচারে যাবেন তিলাসন কৃষ্ণপুর এলাকায়৷ এক নির্বাচনী প্রচারে ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল, তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি ডা: মোয়াজ্জেম হোসেন সহ কর্মীরা। ভোট প্রচারের সভায় কর্মী ছিলো চোঁখে পড়ার মতো।