|
---|
পারিজাত মোল্লা: সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এইচআইটি অডিটোরিয়ামে হলদিয়ার একটি মনোরম শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে ট্যাক্স সেমিনারের আয়োজন করা হয়েছিল। ট্যাক্স অ্যাডভোকেট এসোসিয়েশন অফ বেঙ্গল (ট্যাব) এর উদ্যোগে যৌথভাবে পূর্ব মেদিনীপুর ট্যাক্স বার এসোসিয়েশন এবং হলদিয়া ল কলেজকে সাথে নিয়ে। জাতীয় সঙ্গীত এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে আসন অলঙ্কিত করেন মুখ্য অতিথি সন্মানীয় বিচারপতি দেবাংশু বসাক (কলকাতা হাইকোর্ট), সন্মানিত অতিথি সন্মানীয় অবসরপ্রাপ্ত বিচারপতি তৌফিক উদ্দিন (কলকাতা হাইকোর্ট) , ড: লক্ষ্মণ চন্দ্র শেঠ (চেয়ারম্যান, হলদিয়া ল কলেজ) ও আমন্ত্রিত অতিথি শ্রী আশীষ বসাক (সাধারণ সম্পাদক আইসিএআরই) , টাব সহ সভাপতি তথা পূর্ব মেদিনীপুর ট্যাক্স বারের সম্পাদক শ্রী অভিজিৎ মাইতি । সভাপতি শ্রী সজ্জন কুমার তুলসিয়ান , সেমিনারে উপস্থিত সকল প্রতিনিধি, হলদিয়া ল কলেজের ছাত্র – ছাত্রী এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের স্বাগত জানান তাঁর উদ্বোধনী ভাষণে। পশ্চিম বঙ্গের সমস্ত জেলা থেকে ৫০০ এরও বেশি প্রতিনিধি তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া উপেক্ষা করে সভায় অংশগ্রহ গ্রহণ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ৫০০ জনের বেশি প্রতিনিধিদের ধন্যবাদ সহ সংগঠনের প্রয়োজনীয়তা এবং আইন পেশায় সেমিনারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন। বিচারপতি দেবাংশু বসাক সহ সম্মানিত অথিতি বৃন্দ সংগঠনের ভুয়সী প্রশংসা করেন , এই পেশায় আগত নবাগতদের উৎসাহ প্রদান করেন এবং ইনকাম ট্যাক্স ও জি এস টির র উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সিনিয়র অ্যাডভোকেট শ্রী সজ্জন কুমার তুলসিয়ান , ও অ্যাডভোকেট শ্রীমতি পর্নশ্রী ব্যানার্জীর ইনকাম ট্যাক্স শেষনের যৌথ উপস্থাপনা সকলের নজর কাড়ে। শ্রী উদয়ন দাসগুপ্ত ইনকাম ট্যাক্স সম্পর্কে আইনের নানান দিক আলোকপাত করেন। পরবর্তী জী এস টি সেশনে
অ্যাডভোকেট শ্রী সুব্রত রায়ের সঞ্চালনায় সি এ শ্রী বিবেক জালান ছিলেন অনবদ্য । সেমিনারের সর্বশেষ সেশনে সেমিনারে উপস্থিত প্রতিনিধিদের ইনকাম ট্যাক্স এর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাডভোকেট উদয়ন দাশগুপ্ত। শ্রী এন কে গুড়িয়া, ডেপুটি কমিশনার, স্টেট ট্যাক্স জিএসটি-এর অধীনে ফৌজদারি বিচার এবং জিএসটি-এর অধীনে আইটিসিতে বিধিনিষেধ দুটি বিষয়ে বিস্তারিতভাবে মতামত প্রকাশ করেন ও। শ্রী দেশ দুলাল চ্যাটার্জী, সুপারিন্টেডেন্ট, সেন্ট্রাল জি এস টি, আরইআরএ সম্পর্কে আইনের বিস্তারিত ব্যাখ্যা করেন। সবশেষে ট্যাবের পক্ষ্য থেকে সম্পাদক শ্রী মুখোপাধ্যায় পূর্ব মেদিনীপুর ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সকল সদর্শ্যদের ধন্যবাদ জানিয়ে একটি স্মারক তুলে দেন শ্রী অভিজিৎ মাইতির হাতে।সেমিনারের যৌথ আহাবক শ্রী শান্তনু বেরা, শ্রী নবেন্দু বেরা এবং শ্রী শুভেন্দু জানা উপস্থিত সকল প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন সুমিত গুপ্তা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তিপদ দে,দীপেন চ্যাটার্জী,দেবাংশু সিনহা,তপন দলুই,সন্জীব চক্রবর্তী ,উদয় দাস , ইন্দ্রজিৎ রায়,সুভাষ সামন্ত,পঙ্কজ কুন্ডু ,হিমাদ্রী মুখার্জী ,- তিন আহ্বায়ক শান্তনু বেরা,শুভেন্দু বেরা, নবেন্দু বেরা সহ অন্যান্য এডভোকেট গণ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শ্বেতা মুখোপাধ্যায় ,বুলবুলি বসু এবং পৌলমি বর্ধন সহযোগিতায় একটি বুলেটিন প্রকাশ করা হয়। প্রথম দিনে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে হলদিয়া ল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র – ছাত্রীদের অনুষ্ঠান, অসাধারণ অনুষ্ঠান মনে রাখার মত। সংগঠনের পক্ষ থেকে একটি ইনকাম ট্যাক্স সংক্রান্ত বই এবং প্রতিনিধিদের ছবিসহ সুদৃশ্য স্মারক সম্বলিত একটি উপহারের ব্যাগ তুলে দেওয়া হয় সকল প্রতিনিধিদের হাতে। এই কঠিন কাজটি সম্পন্ন হয় সুভাশিষ পোদ্দার ,অমিতাভ সিনহা , উত্তম গঙ্গোপাধ্যায় ,সত্যনারায়ণ পাত্র ,সন্দীপ পাল এবং দেবব্রত মুখাজ্জির নেতৃত্বে একদল তরুণ সদর্স্যদের সহযোগিতায় । অনুষ্ঠানের আগের দিনের নৈশ ভোজ এবং সেমিনারের দিনের জলখাবার এবং মধ্যাহ্ন ভোজের ব্যাবস্থা প্রশংসনীয়।