হরিশ্চন্দ্রপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সাহায্য প্রদান করা হোল

মহঃনাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা: ০ আগস্টঃ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে শাড়ী, লুঙ্গি ও চাল দিয়ে সাহায্য করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তথা হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তজমূল হোসেন ।তিনি নিজ ব্যাক্তিগত তহবিল থেকে সাহায্য করলেন ।

    উল্লেখ্য গত রবিবার মধ্যরাতে প্রায় সাড়ে বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর অঞ্চলের গাংনদীয়া গ্রামে দশটি পরিবারের বাড়িতে আগুন লাগলে আগুন নেভানোর চেষ্টা করে বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা মার্কেট থেকে দমকলের দু’টি ইঞ্জিন। কিন্তু ততক্ষনে দশটি পরিবারের ঘরে থাকা ধান চাল সহ সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। প্রায় কুড়ি লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
    এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তজমূল হোসেন।
    শনিবার প্রাক্তন বিধায়ক তজমূল হোসেন তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে কিছু আর্থিক সাহায্য সহ চাল, ডাল, পলিথিন ও অন্যন্য পারিবারিক প্রযোজনীয় সামগ্রী নিয়ে ব্লক তৃনমূল কংগ্রেস মৎস্য কর্মাধ্যক্ষ নুরুল, মালদা জেলা তৃণমূল কংগ্রেস যুব সম্পাদক সপন, মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল উপপ্রধান আবুল কালাম ও এলাকার বিশিষ্ট সমাজসেবক ডাব্লু, সেবরুল, মহ:বেলাল,জমিল ও মন্নুরা সকল ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর বাড়িতে গিয়ে তাদের হাতে জিনিসপত্র গুলো তুলে দেন।

    সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া মুসরেফা বেওয়া ও তারা কে সংখ্যা লঘু উন্নয়ন দফতর থেকে আবাসন করে দেওয়ার আশ্বাস দেন তজমূল হোসেন।সরকারী ভাবে যেন সাহায্য পায় তার ব্যাবস্হা করা হবে বলে তিনি জানান।