মাথুর অঞ্চলের যুব কমিটির উদ্যোগে আশাপুর মোড়ে আয়োজিত পথ চলতি মানুষদের হোলির আবির মাখিয়ে মিষ্টি মুখ করেন

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: একদিকে শবেবরাত অপরদিকে হোলি উৎসব অর্থাৎ বসন্ত উৎসব। নেই ভয় করোনার , উৎসবের মেজাজে আনন্দে মেতে উঠেছেন বাঙালি তথা রাজ্যবাসী। আবিরের রঙে মেতে উঠবে গোটা দেশ। করোনা মহামারীকে একটু হলেও কাটিয়ে উঠেছে দেশবাসী। নেই কোনো বাধা নিষেধ। ব্যবসায়ীরাও বেশ মন খুলেই রং বিক্রি করছেন। ডায়মন্ড হারবারে আবীরে আবীরে ছয়লাপ। রাজ্যের বিভিন্ন জায়গায় সেই চিত্রই ধরা পড়লো আমাদের ক্যামেরায়।

    ডায়মন্ড হারবারের রং বিক্রেতারা সকলেই স্বীকার করছেন গতবারের তুলনায় বিক্রিবাটা অনেকটাই ভালো। মানুষের মনে এখন আর সেই ভয় নেই, এইকারণে সকলেই রং কিনছেন। সব মিলিয়ে এবারের দোলে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই খুব খুশি।

    অন্যদিকে, শান্তি ও সম্প্রীতির আবহাওয়াকে স্মরণীয় করে রাখতে ডায়মন্ড হারবার আশাপূ্র তৃনমূল যুব কমিটির পক্ষ থেকে আশাপুর মোড়ে পথ চলতি মানুষদের হোলির আবির মাখিয়ে দিয়ে,মিষ্টি মুখ করিয়ে এই দিন পালন করলেন I উপস্থিত ছিলেন মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া,বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি সহ মাথুর অঞ্চলের সকল তৃনমূল যুব কমিটির সদস্যরা I

    দেব্রত খাড়া আশাপূ্র মোড়ে পথ চলতি মানুষদের এবং বেশকিছু বৃদ্ধা মায়ের হাতে হোলির আবীর ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। কার্তিক গাঙ্গুলি বলেন ব্লক২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন এর নির্দেশে এই প্রোগ্রাম ,তিনি আরও বলেন সর্বস্তরের মানুষ সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক নিরাপদে থাকুন এই হচ্ছে তার মূল মন্ত্র। আগামীর যৌথ উৎসবকে তিনি সম্মান জানিয়ে সকল মাথুর অঞ্চল বাসীকে অভিনন্দন জ্ঞাপন করেন।