ছুটির ছুটি কাটলো, খুশির জোয়ার কেশপুরের বিদ্যালয়ে বিদ্যালয়ে

নিউজ ডেস্কঃ করোনা অতিমারীর কারণে দীর্ঘ ২০মাস পর শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হলো পঠন পাঠন। এতদিন বিদ্যালয় খোলা থাকলেও পঠনপাঠন বন্ধ ছিলো। পড়ুয়াদের কাটলো বন্দিদশা। পুরোপুরিভাবে কোভিড সংক্রমণ না চলে গেলেও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেইজন্য রাজ্য সরকার কোভিড বিধি মেনে পঠন পাঠন শুরু করার অনুমতি দেন। ছাত্র ছাত্রীদের কীভাবে কোভিড বিধি মেনে পড়াশোনা করার ব্যাপারে উৎসাহী করে তোলা হবে সেটাও এখন শিক্ষকদের কাছে বড় চ্যালেঞ্জ।


    দীর্ঘদিন পর বিদ্যালয়ে গিয়ে পড়ুয়ারা এক্সাইটেড হয়ে পড়েছে। দীর্ঘদিন পর শিক্ষক শিক্ষিকাদের কাছে পেয়ে তারা যেন হাতে চাঁদ পেয়েছে মনে করছে। কেশপুর বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী বলেন, খুব আনন্দ হচ্ছে বিদ্যালয়ে এসে। ম্যাডাম স্যার , বন্ধু বান্ধবীদের সঙ্গে অনেক দিন পর সাক্ষাত হয়ে ভীষণ ভালো লাগছে।

    এদিন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী ও কেশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এজাহার আলী কেশপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের হাতে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান। কেশপুরের শাকপুর বারখানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাদের পক্ষ থেকে ফুলের তোড়া, মাস্ক ও পেন দিয়ে ছাত্র-ছাত্রীদের স্বাগত জানানো হয়। মুগবসান হাক্কানিয়া হাইস্কুলের ঢোকার মুখে প্রতিটি পড়ুয়ার শরীরের তাপমাত্রা মাপতে থার্মাল গান ব্যবহার করা হবে। তারপর হাত স্যানিটাইজার করে মুখে মাস্ক দিয়ে তবেই স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হয়।