মাননীয়া বিধায়ক রহিমা মন্ডল মহাশয়ার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে থানার উদ্দেশ্যে এম্বুলেন্স প্রদান

নতুন গতি ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের মাননীয়া বিধায়ক রহিমা মন্ডল মহাশয়ার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দেগঙ্গা থানার উদ্দেশ্যে অ্যাম্বুলেস প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
মানবিক উদ্যোগে সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত থেকে বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কর্মসূচিতে উপস্থিত থেকে মানুষের পাশে দাঁড়ায় প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা।
সমষ্টি উন্নয়ন অফিসে অ্যাম্বুলেস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, আইসি অজয় কুমার সিংহ, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, বিএল আরও পার্থ লোধ, তুষার কান্তি দাস, আনিসুর রহমান বিদেশ, ঊষা দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।


    বিধায়ক রহিমা মন্ডল বলেন উন্নয়নের ধারা সর্বত্র ছড়িয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দেগঙ্গা বিধানসভা এলাকার সার্বিক উন্নতিতে আমরা দলবদ্ধ ভাবে সবাই কাজ করে যাই বলে রহিমা মণ্ডল দাবি করেন। পাশাপাশি তিনি বলেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।
    বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা জনাব এ কে এম ফারহাদ সাহেব বলেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমরা সত্যিই খুব আনন্দিত যে আমাদের এলাকার বিধায়ক যেভাবে সবাই কে একসাথে নিয়ে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি দেগঙ্গাবাসীর জন্য চলে আসছে সকলের সহযোগিতায়। পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন বিধায়কের সহযোগিতায় সোমবার দেগঙ্গা থানার আইসির হাতে সর্বসাধারণের জন্য অ্যাম্বুলেস তুলে দেওয়া হয়। যা এলাকার সর্বস্তরের মানুষ এটাকে ব্যবহার করতে পারবে।