|
---|
মলয় আদক, বজবজ, নতুন গতি: সম্মাননা ২০১৮ সাড়ম্বরে অনুষ্টিত হলো। সঙ্গে ছিল বিখ্যাত সংগীত শিল্পী ইমন চক্রবর্তীর গান। আনন্দে মেতে উঠলো সমগ্র অডিটোরিয়াম (BBIT)। সম্মান তুলে দেওয়া হলো বজবজ থানা এলাকার প্রথম পাঁচ মহরম কমিটি, দুর্গাপূজা, কালীপূজা ও জগধাত্রী পূজা। কমিটি এছাড়া সততার নজির গড়া এলাকার অটো ড্রাইভার, যিনি তাঁর অটোতে ফেলে যাওয়া লক্ষাধীক টাকার সোনার গহনা ফিরিয়ে দিয়েছিলেন। সেই সামাদ বাবুকে ও বিশেষ সম্মান দেওয়া হয় বজবজ থানার পক্ষ থেকে।
সমগ্র অনুষ্ঠানটিকে অসাধারণ ভাবে বাস্তবায়িত করেন। এলাকায় একের পর এক সামাজিক কাজ করে নজির সৃষ্টিকারী বজবজ থানার আই. সি. তাপস সিংহ মহাশয় সম্মাননা অনুষ্টানে এসেছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের এসপি, ডিএসপি এছাড়া উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব এবং এলাকার জননেতা। তথা বর্তমানে জেলার পূর্ত কর্মা দক্ষ শ্রীমন্ত বৈদ্য মহাশয়।