চিকিৎসক দিবসে কুইজ কেন্দ্রের সম্মাননা জ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: গ্রামীণ এলাকার মানুষের নয়নের মণি চিকিৎসক ডাঃ সুভাষ চন্দ্র দাসকে সম্মাননা জানালো কুইজ কেন্দ্র।বুধবার জাতীয় চিকিৎসক দিবসের সন্ধ্যায় মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্মানিত করলো কেশপুর ব্লকের ধামসাই থেকে জীবন সংগ্রামের মধ্য দিয়ে পাদপ্রদীপের আলোয় আসা এবং গ্রামীণ এলাকায় বিশেষ স্বাস্থ্য পরিষেবার প্রদানকারী চিকিৎসক ডা.সুভাষ চন্দ্র দাস কে। সুভাষবাবুর মেদিনীপুরের ধর্মার বাড়িতে গিয়ে নিজেদের ঐতিহ্য মতো চারাগাছ ও অন্যান্য উপহার তুলে দিয়ে ডাঃ বাবুকে সংবর্ধনা জানানো হয় কুইজ কেন্দ্রের পক্ষ থেকে।

     

    কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি “শিক্ষারত্ন” গৌতম বোস, সম্পাদক সুভাষ জানা, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নেহাশীষ চৌধুরী, প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িয়া, শিক্ষক অরিন্দম দাস, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, শিক্ষিকা সুতপা বসু প্রমুখ।আর এম পি ডিগ্রি নিয়ে, আর মেদিনীপুর, বাঁকুড়া জেলার কতিপয় স্বনামধন্য চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক পাঠ নিয়ে স্বাস্থ্য পরিসেবার কাজ শুরু করা ডাঃ সুভাষ চন্দ্র দাস বর্তমান সময়েও দুরন্ত সাহসে ও অদম্য ইচ্ছা শক্তির জোরে আজও তিনি মানুষের পাশে। ভুল করে ধুতরা বীজে খেয়ে নেওয়ার কারণে বিষক্রিয়ায় ফলে অকালে তাঁর মায়ের মৃত্যু হয়েছিল সুভাষবাবুর চোখের সামনেই।যা নাড়িয়ে দিয়েছিল সুভাষ বাবুকে। সেদিন থেকেই দাঁতে দাঁত চেপে সঙ্কল্প করেছিলেন বিষক্রিয়ায় অকাল মৃত্যুকে যেভাবে হোক ঠেকাবেন।সেদিন থেকে দাঁতে দাঁত চেপে সংকল্প করেন বিষক্রিয়া বা অবসাদে বিষ খাওয়া হতভাগ্য রোগীদের তিনি যেভাবে হোক বাঁচাবেন।
    এখন পর্যন্ত এই ধরনের “বিষক্রিয়া” জনিত প্রায় তিনি সহস্রাধিক মানুষের প্রাণ তিনি ইতিমধ্যেই বাঁচিয়েছেন। প্রসূতি মায়েদের চিকিৎসাও যথেষ্ট দক্ষতার সঙ্গে করার বিষয়ে সুভাষ বাবুর সুনাম রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বর্ধমান, হাওড়া, বাঁকুড়া ছাড়িয়ে তাঁর এই বিশেষ চিকিৎসা পরিষেবার কাজ সুদূর ঝাড়খণ্ডের মানুষের কাছে উচ্চ প্রশংসিত।পথ চলতে চলতেই অর্জন করেছেন বিইএইচইএমএস ডিগ্রি।কেশপুর ব্লকের ঝেঁতলা, মেদিনীপুর সদরের পাঁচখুরি ও মেদিনীপুর শহরের উপকণ্ঠে দুটি চেম্বার ও একটি নার্সিং হোমে বিবিধ প্রকারের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন ক্লান্তিহীন ভাবে ।এই করোনা আবহে ও লকডাউনেও একদিনের জন্যও থেমে থাকেনি চিকিৎসা পরিষেবা, চিকিৎসা পরিষেবা নিয়মিত দিয়ে চলেছেন।এ হেন অনন্য মানুষকে সংবর্ধনা জানাতে পেরে খুশি মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য-সদস্যারা