|
---|
নিজস্ব সংবাদদাতা: শিক্ষারত্ন সম্মানে ভূষিত কৃতি শিক্ষককে সম্মানিত করা হলো ফেসবুক গ্রুপের উদ্যোগে।শনিবার শিক্ষক দিবসের সন্ধ্যায় সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্ব-এর পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হলো ২০২০ সালে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত প্রধান শিক্ষক বাণীপদ পাত্রকে। বাণীপদবাবু বর্তমানে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের ধানশোল আদিবাসী হাইস্কুলের(উচ্চ-মাধ্যমিক) প্রধান শিক্ষক। শিক্ষাক্ষেত্রে এবং বিদ্যালয় উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এবছর শিক্ষারত্ন সম্মানে ভূষিত করা হয়েছে।এদিন সন্ধ্যায় ছাতিনাশোলে বাণীপদ বাবুর বাসভবনে সম্মাননা জ্ঞাপনের ঘরোয়া অনুষ্ঠানে গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এডমিন রেলওয়ে কর্মী বিশ্বজিৎ পাল,অন্যতম মডারেটর শিক্ষক আনন্দ বিশুই, সদস্য কবি রাকেশ পাত্র প্রমুখ। মেদিনীপুর থেকে গ্রুপের অন্যতম মডারেটর সুদীপ কুমার খাঁড়া জানান, এই রকম একজন কৃতি শিক্ষককে সম্মানিত করতে পেরে তাঁরা আনন্দিত।