হুগলিতে আল ইন্ডিয়া মাইনরিটি আ্যাসোসিয়েশনের উদ্দ্যেগে দোয়ার মজলিস

নিজস্ব প্রতিবেদক, হুগলি:

    রবিবার হুগলির বৈদ্যবাটি কাজিপারায় এক দোয়ার মজলিস ও তিব্র ধিক্কার সভা করা হল অলবেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন এর উদ্দোগে। উক্ত সভায় বক্তাদের বক্তব্য উঠে আসে। সম্প্রতি কাশ্মিরের পুলওয়ামায় ৪২জন বীরশহিদদের বিষয়ে ও আহতদের জন্য প্রার্থনা ও সুস্থতা কামনা করা হয়।

    কাশ্মীরেরসেনানীদের উপর জঙ্গী দের এই হামলা অত্যন্ত লজ্জাজনক ও ঘৃন্যতম কাজ। গোয়েন্দা দফতর কেন আগাম সতর্ক বার্তা দিলেননা! তার জন্য সরাস্ট মন্ত্রক কোন তদন্তের পদক্ষেপ গ্রহন করলনা কেন আজঅবধি। শহীদদের পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়। যারা জীবনের বিনিময় দেশকে রক্ষা করে, রক্তের বিনিময় দেশ কে রক্ষা করে। তারাই হল প্রকৃত বীর।

    অলবেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না বক্তব্যে তিব্র ধিক্কার জানায়, হত্যাকারার কখনও কোন ধর্ম হয় না। যারা মানুষ হত্যা করে তারা কখনই মানুষ হতে পারে না তাদের কোন ধর্ম নেয়। হাজি আব্দুররশীদ সাব অশ্রু বিগলিত নয়নে শহীদদের স্বরনে বলেন এর পুনরাবৃত্তি যেন না ঘটে। তারা আমার দেশের সন্তান। হাফেজ মিযানুররহমান, হাফেজ আকরামসাব, মৌলানা জামশেদ সাহেবের দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়। লোকসমাগম হয় চোখে পরার মত।