|
---|
শেখ আব্দুল আজিম : চন্ডীতলা ৭৫ তম বর্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের আশেপাশে ও গ্রামগঞ্জে এছাড়া স্কুল মাদ্রাসা ও দলীয় পার্টি অফিস গ্রাম পঞ্চায়েত অফিস এমনকি দোকানপাট এছাড়া ক্লাব ছাড়াও কোথাও কোথাও নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কোথা আবার পতাকা হাতে স্কুলের ছেলেমেয়েরা এলাকা পরিক্রমা করে। বাচ্চাদের চকলেট বিতরণ করা ছাড়াও বড়দের মিষ্টিমুখ করানো হয়। প্রসঙ্গত বৃষ্টিকে উপেক্ষা করে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক এর প্রধান শিক্ষক ফাসিহুর রহমান সিদ্দীকি , মাদ্রাসা প্রাঙ্গনে পতাকা উত্তোলন করেন উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী এছাড়াও এলাকাবাসী উল্লেখ্য গত দুবছর করোনা র জন্য স্বাধীনতা দিবস সেইভাবে উদযাপন করা হয়নি। এ বছর স্বাধীনতা দিবস পালনে আগ্রহ লক্ষ্য করা যায়