|
---|
নিজস্ব সংবাদদাতা :হুগলীর চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস মীট ২০২২-২০২৩. এই খেলায় জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী ৬২টি ইভেন্টে অংশগ্রহণ করে এবং প্রত্যেক ইভেন্টে প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (এল.আর) হুগলি, শ্রীমতি বন্দনা পোখরিয়াল, উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু আধিকারিক শ্রী বিজন কুমার পাটুলি, সহকারী বিদ্যালয় পরিদর্শক মাদ্রাসা শিক্ষা হুগলি, শ্রী চঞ্চল কুমার রায়, উপ পৌর প্রধান হুগলি-চুঁচুড়া পৌরসভা শ্রী পার্থ সাহা, এসডিও সদর সৈকত গাঙ্গুলী, জনাব আরিফ হোসেন,পারমিতা বোস সাহা, সৈয়দ সাফাকাত হোসেন, সৈয়দ সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মাননীয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ। গোটা অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুচারুরূপে সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন। নির্বিঘ্নে সফলতার সঙ্গে আন্তঃ জেলা খেলা শুসম্পন্ন হওয়ায় ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ সকলই খুশি।