|
---|
সেখ আব্দুল আজিম : হুগলি গ্রামীন পুলিশের উদ্দ্যোগে অনুষ্ঠিত হচ্ছে “সাইবার পাঠশালা” মূলত স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবক দের সাইবার প্রতারণার ক্ষেত্রে কি কি করনীয় বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিৎ এই বিষয় গুলোর উপর একটি সচেতন মূলক ক্যাম্প করা হয় হরিপালের একটি সভা কক্ষে।
হরিপাল,তারকেশ্বর ও সিঙ্গুর ব্লকের ছাত্র ছাত্রী ও তাদের অভিবাবকরা এই সচেতন মূলক কর্মসূচি তে অংশ গ্রহন করেন।
মূলত অনলাইন লেনদেনে প্ৰতরণা, সমাজ মাধ্যমে প্ৰতরণা, লোন দেওয়ার নামে প্ৰতরণা, প্রলোভন মূলক ফোন কল ,আঁধার জালিয়াতি সহ একাদিক বিষয়ে সাইবার প্ৰতরণা কিভাবে হয় এবং প্ৰতরণা হওয়ার আগে পযন্ত কি কি করা উচিৎ প্রত্যকেটি বিষয়ের উপর হাতে নাতে শেখানো হয় ছাত্র ছাত্রী থেকে অভিভাবক দের।
তিন দিন ধরে চলবে এই কর্মসূচি।
সাইবার পাঠশালা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সহ কামনাশীষ সেন সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা।
হুগলি গ্রামীন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অফিসার রা সাইবার প্ৰতরণা বিষয়ে পাঠ দান করেন ছাত্র ছাত্রী থেকে অভিবাবকদের।
হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন জানান মূলত এলাকার ছাত্র ছাত্রীরা সমাজ মাধ্যমে প্ৰতরণার ফাঁদে পড়েন।তাদের সচেতন করতে এই বিশেষ উদ্দ্যোগ নেওয়া হয়েছে হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে।হাতে নাতে ছাত্র ছাত্রী ও অভিবাবক দের সচেতন করা হচ্ছে যাতে করে সাইবার প্ৰতরণা কমানো যায়।