|
---|
সেখ আব্দুল আজিম,হুগলি : হুগলি জেলা গ্রামীন পুলিশের পুলিশ সুপার কামনাশিষ সেনের উদ্দ্যোগে আরামবাগ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্ত্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের পরিচালনায় খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তীর আহ্বানে বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠ স্কুলের সহযোগিতায় সাইবার কপ, মহিলা উইনার্স টিম, বাল্য বিবাহ, সাইবার সচেতন নিয়ে স্পেশাল কর্মসূচি। যেটি পরিচালিত হয়েছে হুগলি গ্রামীন পুলিশের বিভিন্ন আধিকারিক দ্বারা।