হুগলিতে ইমামদের সভা

সংবাদদাতা : ২৯ অক্টোবর, শনিবার হুগলির হরিপালের চন্দনপুরে এক প্রস্তুতি সভা হয়ে গেল,অল বাংলা ডিস্ট্রিক ইমাম এ্যাসোসিয়েশন এর। হরি পালের ব্লক ইমামদের উপস্থিতিতে অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশনের হুগলি জেলার কার্যকরী সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ইমামদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাশাপাশি বলেন যে সমস্ত ইমামরা ইমামতির কাজের পাশাপাশি সামাজিক কাজ গুলি করছে সেগুলো আরো বেশি বেশি করে করতে হবে। বিভিন্ন রকম সামাজিক কাজ ইমামরা করে থাকে যেমন বাল্যবিবাহ রোধ, পোলিওমুক্ত সমাজ, সম্প্রীতি সভা, জল বাঁচান জীবন বাঁচান ইত্যাদি। হুগলি জেলার সহ-সভাপতি কাজী ফাইজুল তিনি বলেন সমস্ত ইমামকে সম্মিলিতভাবে সামাজিক কাজগুলি আরো যোরদার ভাবে করতে হবে। মাওলানা শাহাবুদ্দিন তিনি বলেন যে ইমামদের ওয়াকাপের কিছু ব্যক্তি বিরাট ভাবে হয়রানি করে এটা কখনোই কাম্য নয় ইমামরা অত্যন্ত সম্মানীয় পদের অধিকারী অতএব এগুলি নিরশন করতে হবে ওয়াকফ বোর্ডকে। হরিপাল ব্লক হাফিজ মোজাফফর সাহেব তিনি সুচারুভাবে সভাটা পরিচালনা করেন । অল বাংলা অ্যাসোসিয়েশনের হুগলি জেলার আহবায়ক আবু আফজাল জিন্না সাহেব তিনি বলেন হরিপাল ব্লক তথা জেলার রাজ্যের সমস্ত ইমামকে সামাজিক কাজ গুলি আরো বেশি বেশি করে করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার গড়ার পর ভাতা চালু হয়, ইমামদের সম্মানে ভাতা চালু হলেও সেই ভাতা আরও সরলীকরণ করার প্রোয়োজন রয়েছে। কুড়ি নভেম্বর কলকাতা ইমামদের রাজ্য সম্মেলন সফল করার ব্যাপারে ইতিবাচক আলোচনা করা হয়। দেশবাসী কল্যাণে সম্মানিয় ইমাম দের দুয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।।