হুগলি জেলায় সামগ্রিক চোখের চিকিৎসা চলেছে দৃষ্টি দ্বীপ আই ইনস্টিটিউট।

সেখ আব্দুল আজিম (ডানকুনি) : স্বাস্থ্যই সম্পদ আর সেই স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে আপনাকে দৃষ্টি ভালো রাখতে হবে। আর আপনার প্রিয় চোখ দুটি যদি কোন অসুবিধায় পড়ে তাহলে কোথায় যাবেন।
হুগলি জেলায় সামগ্রিক চোখের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে চলেছে দৃষ্টি দ্বীপ আই ইনস্টিটিউট।

    ২০১৬ সাল থেকে পথচলা শুরু করে আর আজ দীর্ঘ আট বছর ধরে মানুষকে চোখের সেবা দিয়ে আসছে এই অত্যাধুনিক হসপিটাল।

    দীর্ঘ আট বছর অতিক্রান্ত হওয়ার পর আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়,
    উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ তনুশ্রী চক্রবর্তী এবং সিনিয়র কনসালটেন্ট ডক্টর সান্যাল সহ একাধিক চিকিৎসক বর্গগণ।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট চক্ষু চক্ষুরোগ বিশেষজ্ঞ তনুশ্রী চক্রবর্তী জানান এখানে ক্যাটারাক্ট, গ্লুকোমা, রেটিনা ও ওকিওপ্লাস্টি এই ধরনের চিকিৎসা আমরা এতদিন ধরেই দিচ্ছিলাম এবার থেকে কর্নিয়া বিভাগ চালু করা হলো। এছাড়াও আগামী দিনে কর্নিয়া প্রতিস্থাপন করা হবে।

    উল্লেখযোগ্য ভাবে ছোট ছোট শিশুদের চোখের সমস্যা বেড়েই চলেছে তাই বাচ্চাদের জন্য বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে।