|
---|
লুতুব আলি, নতুন গতি : হুগলি জেলা কবিতা একাডেমীর সাহিত্য সভা কোন্নগরে। হুগলি জেলা কবিতা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাহিত্য সভা। সাহিত্য সভাটি অনুষ্ঠিত হয় কোন্নগরের রবীন্দ্র পাঠ ভবনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত মানিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী, আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার সম্পাদক ও বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক কবি আব্দুল করিম, মদন মোহন সরকার, সুভাষ বন্দ্যোপাধ্যায়, তিস্তা বেজ প্রমুখ। অনুষ্ঠানে অরুণ চক্রবর্তী বলেন, খুবই দুঃখের বিষয় আজকাল যুবক-যুবতীরা বাংলা সাহিত্য সভায় আনাগোনা কমিয়ে দিয়েছে। শুধু বয়স্করা সাহিত্যের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রেখেছেন এটা কেন হবে তিনি এ ব্যাপারে প্রশ্ন তোলেন। আগামী প্রজন্মের কাছে তিনি বার্তা দিতে চান তারাও বাংলা ভাষা সাহিত্যচর্চা করুন। আব্দুল করিম বলেন, বর্তমানে চারিদিকে ইংলিশ মিডিয়াম স্কুলের দৌড়াতে বাংলা ভাষার প্রতি বাঙ্গালীদের আকর্ষণ কমতে শুরু করেছে। আমাদের রাজ্যে যে ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হচ্ছে সেগুলো অনেক স্কুলেই বাংলা ভাষা পড়ানো হয় না। তিনি আক্ষেপ করেন, সরকার এবং বাঙালি ভাষাভাষীদের উপরে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা বাদ দিয়ে যে শিক্ষার অর্জন করা হয় শিক্ষার শুরুতেই তা হয় টিনের তবে এর উপরে বাড়ির ভিতর গাছ বসানোর মত হয়তো সেই গাছ ফুল দেয়, কল দেবে কিন্তু মহীরুহু হয়ে উঠতে পারবে না। সুতরাং মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি বজায় রেখে আমরা আরও অনেক ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারি। এইসব গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন কবিতা পাঠ করেন শ্রী চুপ চ্যাটার্জি, তিস্তা বেজ, অজয় দাড়ি, অমর ঘোষ, সুরজিৎ সাহা, শ্যামল ভট্টাচার্য, ভাগ্যশ্রী রায়, রুপালি বিশ্বাস, সুতপা দত্ত দাশগুপ্ত, অসীমা চক্রবর্তী, স্বর্ণালী মুখার্জী, অজিত ভর, উদয়ন চক্রবর্তী, উত্তম কুমার দত্ত, মন্দিরা পাল বেগম, রেনুপদ ঘোষ, হারুদান মালিক, ইন্দ্রজিৎ সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তম কুমার দত্ত।