শিলিগুড়িতেও বন্ধ করে দেওয়া হচ্ছে হুককা বার

নিজস্ব সংবাদদাতা :কলকাতার পরে শিলিগুড়ি। এবারে শিলিগুড়িতেও বন্ধ করে দেওয়া হচ্ছে হুককা বার।যা নিয়ে মানুষের অভিযোগ ছিল অনেক দিন থেকেই। শিলিগুড়িতে ব্যাঙের ছাতার মতন শহরাঞ্চলে ছড়িয়ে পড়েছে হুককা বার।যাতে ছেলেদের থেকেও মেয়েদের দেখা যাচ্ছিল অনেকটাই বেশী। শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হুককা বারগুলি থেকে মাঝেমাছেই ঝামেলা এবং অশান্তির খবর আশছিল।যা নিয়ে রীতিমতো ক্ষুদ্ব ছিলেন শহরবাসীরা। যি নিয়ে সম্প্রতি মেয়র নিজেও অসন্তোষ প্রকাশ করেন। শিলিগুড়ির হুককা বারগুলিকে নিয়ে কলাকাতার নবানন তেও আলোচনা হয়েছে বলে খবরে জানা গেছে।এর পরেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।সামনেই 25শে ডিসেম্বর এবং নিউ ইয়ার।তাই অশান্তি ছড়াতে পারে এই আশঙ্কা নিয়েই এবারে হুককা বার বন্ধ করবার উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। যেনতেন প্রকারেএই বারগুলিকে বন্ধ করতে এখন উদ্যোগী তারা।দিনের পর দিন এই বারগুলিকে নিয়ে চরম অশান্তি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।তাই এবারে বার বন্ধ করতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন।এখন চুড়ান্ত দিনের অপেক্ষা।কবে বন্ধ করা হবে হুককা বার। যদিও সাধারন মানুষের অভিযোগ বার তো বন্ধ করা যায়ই নি উলটে আরো বেড়েছে হুককা বারের দোকান। যেসব দোকানগুলিতে বিকেল হলেই চলে আসে যুবক যুবতীরা। গাড়ি পার্কিং থেকে ধুমপান তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারন মানুষ।মোটা টাকা পাবার লোভে বাড়ির মালিকেরাও দিয়ে দিচ্ছেন ভাড়া। তবে জানা গেছে এবারে গোটা শিলিগুড়ি থেকেই হুককা বার উঠিয়ে দেবে প্রশাসন।মেয়র গৌতম দেব ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছেন।