পুর নির্বাচনের নাম করে তৃণমূল কংগ্রেসের রসিদ ছাপিয়ে তোলাবাজির অভিযোগ, চাঞ্চল্য ছড়িয়েছে দার্জিলিংয়ে

দার্জিলিং: পুর নির্বাচনের নাম করে তৃণমূল কংগ্রেসের রসিদ ছাপিয়ে তোলাবাজির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরের রাজনৈতিক মহলে। ইতিমধ্যে বিষয়টি নজরে এসেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। আর নজরে আসতেই অভিযোগ জানানো হয়েছে ভক্তিনগর থানায়। সোমবার এমনটাই অভিযোগ তুলেছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অলোক চক্রবর্তী। অভিযোগ, কে বা কারা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে রসিদ বই ছাপিয়ে পুর নির্বাচনের নামে ব্যক্তি বা সংস্থার থেকে পাঁচ, দশ থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোলাবাজি করছে। এমনকি রসিদ বইয়ে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সহ সভাপতির শিলমোহর ব্যবহার করা হয়েছে। এতে উদ্বিগ্ন শিলিগুড়ি পৌরনিগমের পাশাপাশি দলীয় নেতৃত্ব।

    শহরে পুর নির্বাচন ঘোষণা না হলেও ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল৷ আর এরই মধ্যে কে বা কারা সেই সুযোগ নিয়ে তৃণমূলের “নামে রসিদ বই ছাপিয়ে বাজার থেকে টাকা তুলতে শুরু করেছে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা নেতৃত্ব।  তৃণমূলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেন, “বিষয়টি সম্প্রতি আমাদের নজরে আসে। আমি দলের ঊর্ধতন কর্তৃপক্ষকে সেটা জানিয়েছি। এমনকি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করি।” তিনি জানান, সেভক রোডে ওই রসিদ কেটে টাকা চাওয়া হচ্ছিল পুর নির্বাচনের নামে।  যদিও ওই বিষয়ে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।