শহরে তৃণমূলের মিছিলের মুখোমুখি দুইটি রামনবমীর মিছিল

সেখ সামসুদ্দিন, ১৭ এপ্রিলঃ পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে নিয়ে মেমারি শহরে একটি মিছিল করা হয়। একই সময়ে শহরে দুইটি রামনবমীর মিছিল বের হয়। বিপরীতমুখি দুই মিছিল সামনাসামনি এসে যাওয়ায় সংঘাতের সম্ভাবনা দেখা দেয়। পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ অফিসার অভিষেক মন্ডল ও মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেয়। মেমারি বাজার রেলগেটে রামনবমীর মিছিলটি অন্য পথে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে বিফল হয় পুলিশ। তারপর পুরাতন বাসস্ট্যান্ডের কাছে তৃণমূলের মিছিল রুখে রামনবমীর মিছিলটিকে পুরাতন বাসস্ট্যান্ডে ঢুকিয়ে ব্যারিকেড করে তৃণমূলের মিছিলটি পাশ করিয়ে দিয়ে রামনবমীর মিছিলটিকে ছাড়া হয়। তারপর দ্বিতীয় মিছিলটি কৃষ্ণবাজার হনুমান মন্দির থেকে শুরু করে বের হওয়ার পর পিছনে এসে যায়। পুলিশ প্রশাসন এখানেও ব্যরিকেড করে রামনবমীর মিছিলটিকে ডাকবাংলোর দিকে এগিয়ে দিয়ে তৃণমূলের মিছিলটিকে সুলতানপুর মোড়ে আটকে দেয়। যদিও তৃণমূলের মিছিল সুলতানপুর মোড়েই শেষ করার কথা ছিল। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই মিছিল তিনটি শেষ হয়। তৃণমূলের মিছিলে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ এবং রামনবমীর মিছিলে ছিলেন ভীষ্মদেব ভট্টাচার্য্য, সৌমিত্র সামন্ত সহ হিন্দু ভাবাবেগ সম্পন্ন মানুষজন। কৃষ্ণবাজারের মিছিলে হনুমান মন্দির ও রামনবমী উৎসব উদযাপন কমিটির সদস্য ও ভক্তবৃন্দ।