|
---|
নূর আহমেদ, মেমারী : প্রতিক্ষার অবসান! অবশেষে উদ্ভোধন হলো মেমারী ১ ব্লকের কেন্দ্রীয় হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে প্রবেশের জন্য হরি-গুরুচাদ স্বরনীর। বুধবার বিকেলে মেমারীর পারিজাতনগরে আনুষ্ঠানিক ভাবে এই হরি-গুরুচাদ স্বরনীর ফিতে কেটে উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমিক কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মেমারি এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা। মন্দির কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা মেমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণপদ বিশ্বাস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ। এদিন ডঙ্কা কাশি শঙ্খধ্বনি সহযোগে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন এলাকার মা বোনেরা। এরপর হরিচাঁদ গুরুচাঁদ স্মরণে ফিতে কেটে উদ্বোধনের পর পায়ে হেঁটে আমন্ত্রিত অতিথিরা মন্দিরে প্রবেশ করেন। সেখানে পুজার শোনার পর এলাকার মানুষের সঙ্গে মিলিত হন পূর্ব বর্ধমান বন ও ভূমিক কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সহ সম্মানীয় অতিথিগণ। সার্বিকভাবে আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি এলাকাবাসী। প্রসঙ্গত প্রতিবছর বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে পারিজাত নগর বটতলা বাজার থেকে হরিগুরুচাঁদ মন্দির পর্যন্ত প্রায় ৩০০ থেকে ৩৫০মিটার রাস্তা। এরপর স্থানীয় বাসিন্দাদের আবেদনের সারা দিয়ে মেমারি এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই রাস্তা নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেইমতো এদিন এই স্মরণের উদ্বোধন করা হলো।